""

লামায় রাবার কোম্পানি’র লেলিয়ে দেয়া দুর্বৃত্ত কর্তৃক বৌদ্ধ বিহারে হামলা-ভাঙচুর, ২টি বুদ্ধমুর্তি লুট

লামা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ 

বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় গতকাল বুধবার (১০ আগস্ট ২০২২) ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র মালিক মোয়াজ্জেম হোসেন’র লেলিয়ে দেয়া একদল দুর্বৃত্ত কর্তৃক রেংইয়েন কারবারি পাড়ায় নবনির্মিত অশোক বৌদ্ধ বিহারে হামলা, ভাঙচুর চালানো হয়েছে। এতে সন্ত্রাসীরা বিহার থেকে ২টি বুদ্ধ মূর্তি লুট করে নিয়ে গেছে বলে পাড়াবাসীরা অভিযোগ করেছেন।

রেংইয়েন কারবারি পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ভূমিদস্যু রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড'র মোয়াজ্জেম হোসেন এর লেলিয়ে দেয়া সন্ত্রাসী নুরুল হক নুরের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী গতকাল বিকাল সাড়ে ৩টায় অশোক বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর চালায় এবং ২ টি বুদ্ধমুর্তি লুট করে করে নিয়ে গেছে। স্মার্ট বা টাচ ফোন না থাকায় হামলাকারীদের ছবি বা ভিডিও ধারন করা সম্ভব হয়নি।

লামা সরই ইউনিয়নে ত্রিপুরা ও ম্রো পাড়াবাসীদের ৪০০ একর ভূমি রক্ষার্থে নবগঠিত ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সংগ্রাম কমিটির সদস্য সচিব লাংকম ম্রো (কারবারি) বলেন, রেংইয়েন কারবারি পাড়াবাসীদের উদ্যোগে গত ৯ জুলাই ‘অশোক বৌদ্ধ বিহার’ নির্মাণ করা হয়েছিল এবং ১১ জুলাই বিহারটি উসর্গ করা হয়েছে। উক্ত উসর্গ অনুষ্ঠানে ভদন্ত সুমনানন্দ ভিক্ষু উপস্হিত ছিলেন।

তিনি আরো বলেন, লামা রাবার বাগান ইন্ডাস্ট্রিজ’র মোয়াজ্জেম হোসেন এর লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা ম্রো ও ত্রিপুরা পাড়াবাসীদের ৪০০ একর ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। পাড়াবাসীদির সব সময় হুমকি ধমকি দিচ্ছে। তিন পাড়াবাসীর ভূমি জোরপূর্বক দখল করে রাবার গাছের চারা লাগানোর চেষ্টা করে যাচ্ছে।

ভূমি রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক রেংইয়েন কারবারি (ম্রো) বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও বুদ্ধমুর্তি লুটের সাথে ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ মোয়াজ্জেম হোসেন’র লোকেরা সরাসরি জড়িত রয়েছে। গত ৯ এপ্রিল ত্রিপুরা ও ম্রোদের ৪০০ একর জুম ভূমি দখল  করে ফলদ চারা, গাছ কর্তন এবং ২৬ এপ্রিল জুম ভূমিতে অগ্নিসংযোগ করে প্রান-প্রকৃতি ধ্বংসের সাথেও তারা জড়িত ছিল। কিন্তু প্রশাসন লোক দেখানো লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে দায় সেরেছে। উল্টো ৪০০ একর জুম ভূমি দখল নিতে ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র মোয়াজ্জেম হোসেন গংদের প্রশাসন মদদ জুগিয়ে যাচ্ছে।

ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আরেক যুগ্ম আহবায়ক ফদরাম ত্রিপুরা (নতুন কারবারি) বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর আইনত অপরাধ। কিন্তু গতকাল পুলিশ প্রশাসনকে বলার পরেও তারা নির্বিকার থেকেছে। রাবার বাগানের মালিকরা দিন দিন ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি জোরপূর্বক দখলে নিতে হামলা ও মামলার ভয় দেখাচ্ছে। েএরই ধারাবাহিকতায় গেল ১৩ জুলাই নবগঠিত ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক রংধজন ত্রিপুরাকে ডলুছড়ি মৌজার হেডম্যান কার্যালয়ে হামলা করে গুরুতর আহত করা হয়েছিল। দুষ্কৃতকারীরা প্রশাসনের নাকের ডগায় দাপটে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন নির্বিকার।

তিনি জুমভূমি পোড়ানো এবং অশোক বৌদ্ধ বিহার ও রংধজন ত্রিপুরার ওপর হামলার সাথে জড়িত মোয়াজ্জেম হোসেন, কামাল উদ্দিন গংদের অতিদ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন।

 





0/Post a Comment/Comments