""

খাগড়াছড়িতে এক পাহাড়ির নিজ জায়গা পরিস্কারে সেটলারদের বাধা


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১ মার্চ ২০২৪

খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ২৫৬ নং মৌজার অন্তর্গত গামাঢ়িঢালায় নিরুপম চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা, খাগড়াছড়ি)-এর রেকর্ডিয় জায়গা পরিস্কার করতে গেলে সেটলার বাঙালিরা বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১ মার্চ ২০২৪) এ বাধাদানের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গামাঢ়িঢালা গ্রামের স্থায়ী বাসিন্দা নিরুপম চাকমা তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া রেকর্ডিয় জায়গায় জঙ্গল পরিস্কার করতে ৮ জন কাজের লোক পাঠান। জায়গার পরিমান ৩ একর ২৪ শতক, যার ক্ষতিয়ান নং- R.5, ওয়ারিশ পরিবর্তন ১৭/০৭/২০০০ সাল।

জঙ্গল কাটার এক পর্যায়ে বিকেল ৩ টার সময় বহিরাগত সেটলার মো. মঈনুল (৩২) ও তার সাঙ্গপাঙ্গরা সেখানে এসে জঙ্গল কাটতে বাধা দেয়।

বাধাদানকারী মো. মঈনুল-এর পিতার নাম মৃত.মোজাম্মেল হক। এছাড়া তার সাথে আরো যারা ছিলেন তারা হলেন- মো. আব্দুল সামাদ (৪০), পিতা-সমশেদ আলী বিশ্বাস;  মো.কামাল (৫০), পিতা- অজ্ঞাত ও  মো. আমিনুল (৬০), পিতা- অজ্ঞাত।

উল্লেখ্য, বিগত ২০১০-১১ সালেও সেনাবাহিনী উক্ত জায়গায় চাষাবাদে বাধা দিয়েছিল বলে জানা গেছে। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments