দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি
করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (১৪ অক্টোবর ২০২৪) দিবাগত মধ্যরাত আনুমানিক ১:০০টার দিকে পোমাং পাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত ব্যক্তি পোমাং পাড়ার বাসিন্দা। তার পিতার নাম বদন কুমার ত্রিপুরা। তিনি পেশায় বাবুর্চি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত মধ্যরাত স্বর্ণ কুমার ত্রিপুরাসহ
তিন ব্যক্তি স্থানীয় চাকফা পাড়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে অর্ধেক
রাস্তা থেকে তারা আলাদা হয়ে যার যার বাড়ির পথে রওনা হন। পরে কে বা কারা স্বর্ণ কুমার
ত্রিপুরাকে রাস্তায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়।
এলাকাবাসীর দেয়া তথ্য মতে, গত ২/১ দিন আগে রঞ্জন চাকমা (হেদাত্তুক) নামে এক ব্যক্তি (নব্যমুখোশ সদস্য) স্বর্ণ কুমার ত্রিপুরা ও দীপংকর ত্রিপুরা নামে দু’জনকে হত্যার হুমকি দিয়েছিল। তবে এ হত্যাকাণ্ডের সে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, হুমকি দেয়ার ঘটনার সাথে স্বর্ণ কুমার ত্রিপুরাকে হত্যার যোগসূত্র থাকতে পারে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।