পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর চলমান অভিযানের মধ্যেও
সেনা-সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানোর খবর পাওয়া
গেছে।
জানা যায়, আজ শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টার সময় ঠ্যাঙাড়ে নব্যমুখোশ
সন্ত্রাসীরা প্রকাশ্যে পানছড়ি কলেজ গেইট, মির্জাবিল এলাকা, পানছড়ি মডেল স্কুল গেট
এবং ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় সশস্ত্রভাবে অবস্থান নেয়। এ সময় কয়েক স্থানে সন্ত্রাসীরা দিনদুপুরে
পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কে অবস্থান নিয়ে গাড়ি থামিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করে
বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। কিন্তু তাদের বিরুদ্ধে সেনাবাহিনী বা প্রশাসনের কোন পদক্ষেপ
লক্ষ্য করা যায়নি।
এদিকে, গত ১২ নভেম্বর থেকে পানছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর যে
অভিযান তা আজও চলমান রয়েছে। এই অভিযানের মধ্যেও কীভাবে নব্যমুখোশ সন্ত্রাসীরা প্রকাশ্যে
সশস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে এলাকার জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।