""

দীঘিনালায় সংস্কারবাদী কর্তৃক এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধরের অভিযোগ


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস সংস্কারবাদী কর্তৃক এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মারধরের শিকার ব্যক্তির নাম হিমেল চাকমা (৩৪), পিতা-স্বপ্ন কুমার চাকমা, গ্রাম-বেলতুলি, বাবুছড়া ইউনিয়ন, দীঘিনালা। তিনি পেশায় মোটর সাইকেল চালক বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১:০০টার সময় ভুক্তভোগী হিমেল চাকমা তার মোটর সাইকেলযোগে মেরুং এলাকার এক বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি মেরুং বাজারে পৌঁছলে মাইনি ব্রীজ-এর পাশে রাস্তার মোড় থেকে সংস্কারবাদী দলের চীফ কালেক্টর হিতো চাকমা’র নেতৃত্বে একদল দুর্বৃত্ত হিমেল চাকমাকে ধরে নিয়ে যায়। এরপর তার ওপর শারিরীক নির্যাতন চালানো হয়।

পরে তাকে দীঘিনালা সদরে তাদের অফিসে (বটতলী) নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর সমীর চাকমা নামে সংস্কারবাদীদের একজন হিমেল চাকমার কাছ থেকে জবানবন্দি নেন। এরপর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ছাড়াও এর আগে গত ১৩ ডিসেম্বর সংস্কারবাদীরা মেরুং, বেতছড়ি ও দীঘিনালা সদর এলাকার জনসাধারণকে ইউপিডিএফের আলোচনা সভায় অংশগ্রহণে বাধা প্রদান করে ও হুমকি দেয় বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা পতন পরবর্তী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে ইউপিডিএফ উক্ত আলোচনা সভার আয়োজন করেছিল।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments