ডাবুয়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে। |
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে
রেখে রাঙামাটির কাউখালি উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের বৃহত্তর ডাবুয়া এলাকায় এবং কলমপতি
এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের
নেতা-কর্মীরা।
আজ
শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) ২য় বারের মত ডাবুয়া বাজার ও ধূপছড়ি বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা
কার্যক্রম চালানো হয়। এতে স্থানীয় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনে
নেতাকর্মীসহ এলাকার শিক্ষার্থী ও যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন স্থানে যত্রতত্র পড়ে
থাকা প্লাস্টিক-পলিথিনসহ আবর্জনা কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
ডাবুয়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে। |
ডাবুয়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে। |
ডাবুয়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। আগুন দিয়ে আবর্জনা পুড়িয়ে ফেলা হয়। |
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত
সভায় গণতান্ত্রিক যুব ফোরাম নেতা থুইনুমং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাবুয়া বাজার
কমিটির সাধারণ সম্পাদক ক্যাথোয়াই উ মারমা ও দোকান ব্যবসায়ী ক্যাশিঅং মারমা।
ক্যাথোয়াই উ মারমা বলেন, যদি সুস্থভাবে জীবন
যাপন করতে চাই তাহলে দূষণ মুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ দরকার। আর তার জন্য নিজের ঘরের
পাশাপাশি রাস্তাঘাট, দোকানপাট পরিচ্ছন্ন রাখা উচিত। ইউপিডিএফ-এর ২৬ বছরপূর্তি উপলক্ষে
পার্টির এই পরিস্কার অভিযানকে সাধুবাদ জানাচ্ছি।
ব্যবসায়ী ক্যাশিঅং মারমা বলেন, আমাদের বাজার
আমাদেরকেই পরিস্কার করে রাখতে হবে। বাজারের
সকল ব্যবসায়ীদের অবশ্যই পরিবেশ সম্পর্কে আরো সচেতন হতে হবে।
তিনি পরিবেশ রক্ষার্থে আগামীতে প্লাস্টিক-পলিথিনসহ
পরিবেশের ক্ষতিকর পদার্থ যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে সেগুলো পুড়িয়ে
ধ্বংস করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অপরদিকে কলমপতি ইউনিয়নের বিভিন্ন স্থানে
দোকান পাট, রাস্তা ঘাট ও বৌদ্ধ বিহারেও এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
কলমপতি এলাকায় বৌদ্ধ বিহারে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে। |
কলমপতি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান |
কলমপতি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান |
উল্লেখ্য, আগমাী ২৬ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের অন্যতম রাজনৈতিক দল েইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। এ প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে দলটির বিভিন্ন ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।