""

রামগড়ে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের ৫ দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসেবামূলক কর্মসূচি সম্পন্ন

ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রামগড়ে ৫ দিন ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করা হয়। 

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ৫ দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসেবামূলক কর্মসূচি শেষ হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, দোকানপাটের আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং এলাকার অসহায় লোকজনকে খেত থেকে হলুদ উত্তোলনে সহায়তা প্রদান ও লোকজনের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়ার মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। এর আগে গত ১৩ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু করা হয়।

পাঁচ দিন ব্যাপী স্বেচ্ছাশ্রমে চলা এ কর্মসূচিতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ছাড়াও এলাকার যুবক-যুবতিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারী সংগঠনের নেতা-কর্মীরা পরিবেশ সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনগণকে ধারণা দেন ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ইউপিডিএফের রামগড় ইউনিট এ কর্মসূচি হাতে নেয়।
















লোকজনের চলাচলের সুবিধার্থে ছড়ায় বাঁশের সাঁকো নির্মাণ দিচ্ছেন সংগঠনের কর্মী-সমর্থকরা।


এক ব্যক্তিকে খেত থেকে হলুদ উত্তালনে সহায়তা করছেন সংগঠনের কর্মী-সমর্থকরা। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments