""

কুদুকছড়িতে জনগণের চলাচলের সুবিধার্থে বাঁশের সাকো নির্মাণ করে দিলো ইউপিডিএফ


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

রাঙামাটির কুদুকছড়ি এলাকার হাজাছড়ি পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার মধ্যেবর্তী মাওরুম খালের উপর জনগণের চলাচলের সুবিধার্থে ইউপিডিএফের উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে।

ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আজ ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এই সাঁকে নির্মাণ কাজ চলে। এতে ইউপিডিএফ, পিসিপি ও যুব ফোরামের ২৫/২৬ জন কর্মীসহ এলাকার আরো ১০/১২ জন যুবক অংশগ্রহণ করেন।




উল্লেখ্য, কাপ্তাই লেকের পানি কমে যাওয়ার কারণে খালের কাদাঁমাটির উপর দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ শতশত মানুষ বিভিন্ন মালামাল নিয়ে কষ্ট করে পারাপার হতে হয়। এই খালের উপর দিয়ে প্রতিদিন কাবুকছড়ি, নারাণছড়া, হাজাছড়ি পশ্চিম পাড়া গ্রামের জনসাধারণ কুদুকছড়ি বাজার ও স্কুল কলেজে যাতায়াত করে থাকে। এই সাঁকোটি নির্মাণের ফলে উক্ত এলাকার জনসাধারণ কিছুটা হলেও সুবিধা ভোগ করবে।

বাশেঁর সাকোটি নির্মাণ করে দেয়ায় অনেকে ইউপিডিএফকে সাধুবাদ জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments