""

সংক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর পুলিশী হামলায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস

ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের বিষয়ে সাংবাদিককের জানাচ্ছেন সংক্ষুব্ধ ছাত্র-জনতার নেতৃবৃন্দ। 

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

সংক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর পুলিশী হামলায় দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী।

রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) বিকেল ৪ টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে সংক্ষুদ্ধ ছাত্র-জনতার নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ১৫ জানুয়ারি ‘আদিবাসী’ ছাত্র-জনতার উপরে স্টুডেন্ট ফর সভারেন্টির হামলায় অংশগ্রহণকারীদের গ্রেপ্তার এবং একইসাথে ১৬ জানুয়ারি সংক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর পুলিশী হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে সংক্ষুদ্ধ ছাত্র-জনতার নেতৃবৃন্দ অবিলম্বে দুটি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়ার দাবি জানান।

বৈঠক সংক্ষুদ্ধ ছাত্র-জনতার পক্ষে অংশ নেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার, ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যভুক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিকুজ্জামান পিরাচা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগর শাখার সভাপতি আল-আমিন রহমানসহ নেতৃবৃন্দ।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments