""

বন্দুকভাঙার মারিচুকে সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্র: এক ব্যক্তির বাড়ি সেনাদের দখলে


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের মারিচুক পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা সেখানে এক ব্যক্তির বাড়ি দখল করে অবস্থান নিয়েছে।

জানা যায়, গত ৩ জানুয়ারি ২০২৫ সকাল ১১:০০ টার দিকে হারিক্ষ্যং আর্মি ক্যাম্প হতে একদল সেনা সদস্য মারিচুক মোনে (পাহাড়) আসে। এ সময় তারা শান্তি কুমার চাকমার দুই ছেলে চিরঞ্জিত  চাকমা (রাইচ্যা) বয়স-৪৫ ও  দেবজিৎ চাকমাকে (৪০) তাদের পরিবারের সদস্যদেরসহ বাড়ি থেকে উৎখাত করে এবং পরে বাড়ি দুটি দখলে নিয়ে সেখানে অবস্থান করে।

এ ঘটনার সময় চিরঞ্জিত চাকমা তার শ্বশুর বাড়িতে ধান রোপনের কাজে ব্যস্ত ছিলেন।

দুই পরিবারের সদস্যরা তাদের পিতা শান্তি কুমার চাকমার বাড়িতে আশ্রয় নিলে সেখানে সেনা সদস্যরা তাদেরকে গৃহবন্দী করে রাখে। এ অবস্থায় চিরঞ্জিত চাকমা সেনাদের ভয়ে এখনো বাড়িতে আসতে পারছেন না।

সর্বশেষ খবরে জানা গেছে, দুই দিন আগে সেনা সদস্যরা দেবজিৎ চাকমাকে পরিবারসহ নিজ বাড়িতে থাকার অনুমতি দিলেও, চিরঞ্জিত চাকমার বাড়িটি এখনো তাদের দখলে রেখেছে এবং সেখানে অবস্থান করছে।

সেনাদের এ ধরনের অমানবিক আচরণে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর বিরুদ্ধে গত ১০ জানুয়ারি রাঙামাটি শহরে মানববন্ধন, পরদিন নানিয়াচরে ও আজ লংগদুতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মারিচুকে সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্র বন্ধ করা না হলে আরও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments