নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
রাঙামাটির নান্যাচর উপজেলার সোনারাম কার্বারি
পাড়ার জুরবো মহাজন পাড়া এলাকায় নব্যমুখোশ সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনী দিনভর অভিযান
চালিয়েছে। এতে এলাকার জনগণ সারাদিন আতঙ্কে দিন কাটাতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি
২০২৫) ভোর রাত ৪টার সময় নান্যাচর জোন থেকে
২০০ জনের মত সেনা সদস্য সোনারাম কার্বারি পাড়ার জুরবো মহাজন পাড়া এলাকায় যায়। সেনারা
দিনভর সেখানে অভিযান পরিচালনা করে। এতে জনমনে চরম আতঙ্ক দেখা দেয়। এলাকার জনগণকে সাারাদিন
আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়।
সেনাদের সাথে কয়েকজন নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীও
ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এর মধ্যে মিল্টন তংচঙ্গ্যা, কোলো চাকমা ও এবঙ্ চাকমা নামে
তিনজন মুখোশকে চিনতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উক্ত এলাকায় সারাদিন অবস্থান করার পর রাত
৭টার সময়ে সেনা দলটি নান্যাচর জোনে ফিরে যায় বলে এলাকাবাসী জানিয়েছেন। সেনাবাহিনীর
এমন আতঙ্ক সৃষ্টিকারী অভিযান নিয়ে স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।