""

ঢাকায় সংক্ষুব্ধ ছাত্র জনতার ওপর পুলিশী হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ



দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ঢাকায় সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর “স্টুডেন্টস ফর সভারেন্টির” বর্বর হামলা ও তার প্রতিবাদে সংক্ষুদ্ধ ছাত্র জনতার আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও স্টুডেন্টস ফর সভারেন্টি নামক ফ্যাসিস্ট সংগঠনকে নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

“উগ্রসাম্প্রদায়িকতা, জাতি-বিদ্বেষ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান” শ্লোগানে আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টায় দীঘিনালার বাবুছড়া সড়কের বাঘাইছড়ি দুঅর নামক স্থান হতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিন করে বাবুছড়া কলেজ সংলগ্ন চৌমুহনী মোড়ে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থী রিকন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার কৃপা রঞ্জন চাকমা ও এলাকার যুব সমাজের প্রতিনিধি রিটেন চাকমা।


বক্তারা বলেন, পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা এখন পাহাড়ের সীমা ছাড়িয়ে রাজধানীতেও হামলা করা হচ্ছে। গত ১৫ জানুয়ারি ঢাকার মতিঝিলে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি উগ্রসাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট সংগঠন কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না গিয়ে উল্টো পরদিন (১৬ জানুয়ারি) ওই হামলার বিরুদ্ধে আন্দোলনকারী সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

বক্তারা রাজধানীর মতো জায়গায় এমন বর্বর হামলাকে শাসকগোষ্ঠির মদদ রয়েছে বলে অভিযোগ করেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়ার দাবি জানিয়ে বলেন, সেনাশাসনের কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছে। পাহাড়ে এই ফ্যাসিস্ট শাসন যুগের পর যুগ চললেও কোন সরকার এ নিয়ে সুষ্ঠু সমাধান দিচ্ছে না।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারী স্টুডেন্টস ফর সভারেন্টিকে নিষিদ্ধ করে তাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দেয়া ও হামলার বিচার, ছাত্র-জনতার ওপর হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও পুলিশের ফ্যাসিস্ট আচরণ বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী সেটলার বাঙালিদের সমতলে ফিরিয়ে নেয়ার দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments