""

শুভলংয়ের রূপবানে সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

রাঙামাটির শুভলং ইউনিয়নের রূপবান গ্রামে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।

মাধরের শিকার হওয়া ব্যক্তির নাম- আনন্দ লাল চাকমা (৩০), পিতা- পাথর চান চাকমা, গ্রাম- রূপবান, শুভলং ইউপি, বরকল, রাঙামাটি।

স্থানীয়রা জানান, গতকাল সকাল ৮টার সময় দীপ্ত চকামার নেতৃত্বে সন্তু গ্রুপর ১১/১২ জনের একদল সশস্ত্র সদস্য রূপবান গ্রামে এসে কোন কারণ ছাড়াই নিজ বাড়িতে আনন্দ লাল চাকমাকে মারধর করে।

এদিকে, এ ঘটনায় গ্রামের লোকজন জেএসএস সন্তু গ্রুপের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments