""

ঢাকায় সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ


কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর “স্টুডেন্টস ফর সভারেন্টির” বর্বর হামলা ও তার প্রতিবাদে সংক্ষুদ্ধ ছাত্র জনতার আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও স্টুডেন্টস ফর সভারেন্টি নামক ফ্যাসিস্ট সংগঠনকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টার সময়ে কাউখালীর ডাবুয়া বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বৃন্দাবন রাস্তায় এসে সমাবেশে মিলিত হয়।

“সাম্প্রদায়িকতা, জাতি-বিদ্বেষ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান” ব্যানার শ্লোগানে আয়োজিত সমাবেশে ডা. ক্যাচিংঅং মারমার সভাপতিত্বে ও কাউখালী কলেজের শিক্ষার্থী সুজেচ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউখালী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী রত্না চাকমা, একই কলেজের শিক্ষার্থী জিপল চাকমা এবং চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী থুইনুমং মারমা।

শিক্ষার্থী রত্না চাকমা গত ১৫ জানুয়ারি ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস্ ফর সভারেন্টি নামধারী উগ্রসাম্প্রদায়িক সংগঠন কর্তৃক হামলা ও সে ঘটনার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশী হামলার নিন্দা জানান।

ছাত্র জনতার কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের আর ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। আমাদেরকে যুগ যুগ ধরে নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে এগিয়ে আসতে হবে।

থুইনুমং মার্মা বলেন, ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর স্টুডেন্টস্ ফর সভারেন্টি নামের উগ্র মৌলবাদী সংগঠনের বর্বর হামলা প্রমাণ করে দেশে সংখ্যালঘু জাতিগুলো কোথাও নিরাপদ নয়। প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো গতকাল হামলার বিরুদ্ধে প্রতিবাদকারী ছাত্র-জনতার ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেভ ও লাঠিচার্জ করে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তিনি দ্রুত স্টুডেন্টস ফর সভারেন্টির সন্ত্রাসীদের গ্রেফতার করে যথাযথ শাস্তি ও তাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দেয়া এবং ছাত্র জনতার ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জিপল চাকমা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে পার্বত্য চট্টগ্রামের জনগণ শোষণ, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পরে বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তা আর হয়নি। উল্টো নিপীড়ন-নির্যাতনের মাত্রা বৃদ্ধি করা হয়েছে। রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে মারিচুগে পাহাড়িদের ভূমি বেদখল করে সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্র করা হচ্ছে। খাগড়াছড়ির এক বৌদ্ধ বিহারে সেনা তল্লাশির নামে বৌদ্ধ ভিক্ষুকে হেনস্তা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মরতে শিখেছি, লড়তে শিখেছি। কোন অপশক্তির কাছে পিছপা হবো না। রুবেল, অনিক, জুনান, ধন রঞ্জনদের রক্ত আমরা ভুলে যায়নি। আমরা ছাত্র জনতা একত্রিত থাকলে কোন ফ্যাসিস্ট শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। জীবন দিয়ে হলেও আমরা পাহাড়ের অধিকার ছিনিয়ে আনবোই।

তিনি ফ্যাসিস্ট সংগঠন স্টুডেন্টস্ ফর সভারেন্টির সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি এবং সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশী হামলার বিচার দাবি করেন।

ডা. ক্যাচিংঅং মারমা বলেন, আমরা আজকে খুবই ভারাক্রান্তভাবে আমরা একত্রিত হয়েছি। পাঠ্যপুস্তক থেকে ‌‌’আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস্ ফর সভারেন্টির নামধারী উগ্রবাদীদের হামলা কেন? আর এই হামলার প্রতিবাদ করতে যাওয়া সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে কেন পুলিশ হামলা করলো? তাহলে কী সন্ত্রাসীদের সাথে পুলিশের যোগসাজশ রয়েছে?

তিনি আরো বলেন, আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটাতে সহযোগিতা করেছিলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আশাবাদী ছিলাম। কিন্তু উল্টো আমরা এখন পার্বত্য চট্টগ্রাম না কুলিয়ে ঢাকায় পর্যন্ত হামলার শিকার হচ্ছি।

তিনি ছাত্র জনতার কাছে আহবান জানিয়ে বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মকে পার্বত্য চট্টগ্রামে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি স্টুডেন্টস ফর সভারেন্টি ও পুলিশী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট ও মৌলবাদী সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টিকে নিষিদ্ধ করা এবং পুলিশের ফ্যাসিস্ট আচরণ বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি হামলায় আহতদের চিকিৎসার যাবতীয় খবর বহন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments