পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ মার্চ ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের
২নং ওয়ার্ডের দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা (২৬) নামে
এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (৩ মার্চ ২০২৫) সকালে নিজ বাড়িতে
এ ঘটনা ঘটে।
নিহত রূপসী চাকমার (বন্দনা মা হিসেবে পরিচিতি)
স্বামীর নাম হেমন্ত চাকমা। তিনি এক সন্তানের জননী।
জানা যায়, আজ সকাল ৮টার সময় জেএসএস সন্তু গ্রুপের
একটি সশস্ত্র দল দক্ষিণ ধুধুকছড়া এলাকায় এসে ইউপিডিএফ কর্মীদের ওপর আক্রমণের উদ্দেশ্যে এলোপাতাড়ি
গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়।
এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল দীর্ঘদিন ধরে পানছড়ির সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। সেখান থেকে এসে তারা মাঝে মধ্যে ইউপিডিএফ কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে থাকে। গত বছর ১০ নভেম্বর তারা সশস্ত্র হামলা চালিয়ে সাবেক ছাত্র নেতা ও ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যা করেছিল। আজও তারা ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালাতে এসেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।