""

নান্যাচরে তিন গ্রামবাসীকে অপহরণ


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
।। রাঙামাটির নান্যাচর বাজার থেকে আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সেনা মদদপুষ্ট সংস্কার-নব্য মুখোশ সন্ত্রাসী কর্তৃক তিন গ্রামবাসীকে অপহরণ করেছে।

অপহৃতরা হলেন- দক্ষিণ মরাচেঙ্গী গ্রামের ১. জয়ধন চাকমা(৩৫), পিতা- প্রভাত চন্দ্র চাকমা, ২. ভাগ্য ধন চাকমা (৩৮), পিতা- বড়পেদা চাকমা ও ৩. অনাময় চাকমা (২৭), পিতা- মুরতি রঞ্জন চাকমা।

আজ দুপুর ১২টায় সন্ত্রাসী রনয় ও দাজ্জে(প্রত্যয়)-এর নেতৃত্বে তাদের অপহরণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
অপরণের পর সন্ত্রাসীরা তাদের পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।






0/Post a Comment/Comments