দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
“পারস্পরিক
ক্ষমা ও মৈত্রীর চেতনায় সংঘাত বন্ধ করে জাতীয় ঐক্য গড়ে তুলুন, প্রকৃত শান্তি ও সম্প্রীতির
পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম জোরদার করুন” এই শ্লোগানে খাগড়াছড়ির দীঘিনালায় বৈ-সা-বি র্যালি অনুষ্ঠিত
হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ৯টায় দীঘিনালাবাসী
ব্যানারে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বাবুছড়া কলেজ মাঠ হয়ে শুরু হয়ে
বাবুছড়া নুয়োবাজার ঘুরে মাইনী নদীতে গিয়ে ফুল নিবেদনের মাধ্যমে সুখ-শান্তি ও মঙ্গল
কামনার মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমাসহ এলাকার নারী-পুরুষ, যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। এছাড়া এতে ভারতের ত্রিপুরা থেকে আগত নৃত্য শিল্পী অনুঢ়া ও কূয়াশা চাকমাও এতে অংশ নেন।
নদীতে ফুল নিবেদনের সময় গগন বিকাশ চাকমা পুরোনো বছরের সকল হিংসা-নিন্দা দূরীভূত হয়ে নতুন বছরে সকলের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।