""

থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে লক্ষীছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৬ মে ২০২৫

“পাহাড় ও সমতলে নারীর নিরাপত্তা নিশ্চিত কর” শ্লোগানে  বান্দরবানের থানচিতে খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও অবিলম্বে ধর্ষকদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ সাজার দাবিতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে তিন সংগঠনের উদ‍্যেগে বিক্ষোভ মিছিল  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকাল চারটায় একটি মিছিল বাদি পাড়া পর্যন্ত গিয়ে রাস্তা মাথায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাাখেন হিল উইমেন্স ফেডারেশনের লক্ষীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এলি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমেন চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি উপজেলা সহসভাপতি রুপন্ত চাকমা।

বক্তারা বলেন, পার্বত‍্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের আজ কোথাও নিরাপত্তা নেই। দিন দুপুরে ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। থানচিতে নিজের জুমে গিয়ে চিংমা খেয়াংকে ধর্ষণ ও হত্যার শিকার হতে হয়েছে। বহিরাগত বাঙালি সেটলারদের কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ‍্যাসিস্ট হাসিনা সরকারের সময়ের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তারা।

বক্তারা নারী ধর্ষণ-নিপীড়নসহ সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে তারা বলেন, সরকার ও প্রশাসনকে অবিলম্বে চিংমা খেয়াং এর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment