কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ মার্চ ২০২৫
রাঙামাটির কাউখালী বাজার হতে দুই ব্যক্তিকে অপহরণ করেছে রাষ্ট্রীয় বাহিনীর
মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- ১. শুদ্ধোধন চাকমা, পিতা: জয় কুমার চাকমা ও ২. সুশান্ত চাকমা,
পিতা: নিবারণ চাকমা। তারা উভয়ে ঘাগড়া ইউনিয়নের
পানছড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, আজ রবিবার (৩০ মার্চ
২০২৫) ভোর ৬টার দিকে কাউখালী বাজার হতে প্রকাশ্যে নব্য মুখোশ সদস্য কনক চাকমার (কালাচুলো)
নেতৃত্বে তিন জন সন্ত্রাসী এ অপহরণ ঘটনা ঘটায়।
ঘটনার সময় শুদ্ধোধন চাকমা কলা বিক্রি করছিলেন এবং জীপ গাড়ীর শ্রমিক সুশান্ত
চাকমা গাড়ী থেকে মালামাল নামাচ্ছিলেন।
উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে সুমন তালুকদার (বৈদ্য) ও বালি চাকমা নামে দু’জন
সন্ত্রাসী ফোনে পানছড়ি গ্রামের মুরুব্বীদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। সে
চাঁদার টাকা না পেয়েই আজ সন্ত্রাসীরা বাজারে যাওয়া দুই নিরীহ গ্রামবাসীকে অপহরণ করেছে
বলে স্থানীয়রা ধারণা করছেন।
অপরণের পর উক্ত দুই গ্রামবাসীকে ঘাগড়া এলাকায় আটকে রাখা হয়েছে বলে জানা
গেছে।
বিভিন্ন ফোন নাম্বার থেকে অপহৃত ব্যক্তিদের পরিবারের আত্মীয় স্বজনকে তিন লক্ষ টাকা নিয়ে আজকের মধ্যে রাঙামাটিতে গিয়ে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তা না হলে তাদেরকে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে বলে তারা হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।
যেসব নম্বর থেকে চাঁদা দাবি এবং হুমকি দেয়া হয়েছে সেগুলো হলো- ০১৫৭৭১৪৫০৪৪, ০১৬২২২৭৭৬৭৮,
০১৬৪০৯২১৩৪৯, ০১৮৭৭৭৭০৬০৪।
স্থানীয় এলাকাবাসী অবিলম্বে অপহৃতদের উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান
জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।