ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা’র পিতা বিবিত্রন চাকমা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৪ সন্তান রেখে গেছেন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল আনুমানিক ৩:৪৫ টায় গুইমারা উপজেলা বাইল্যাছড়ির নিজ বাড়িতে বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম ছাত্রনেতা অনিমেষ চাকমা’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুণ চাকমা আজ সংবাদ মাধ্যমে দেয়া এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রিয়জন হারানো ঘটনা খুবই দুঃখ ও বেদনার। তা মেনে নেয়া খুবই কঠিন। মানুষের জীবনে মৃত্যু অবধারিত এই সত্যটাকে মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই। সহযোদ্ধা অনিমেষ চাকমা’র পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা অনিমেষ চাকমাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।