![]() |
ছবি : পিসিপির ২০তম খাগড়াছড়ি জেলা কাউন্সিলে শহীদদের স্মরণে নিরবতা পালন করছেন মঞ্চে অতিথিবৃন্দ |
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর উপজেরা ইউনিটের সমন্বয়ক অংগ্য মারমা বলেছেন, পাহাড়ি ছাত্র পরিষদের সুদীর্ঘ লড়াই সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইতিহাস রয়েছে। যা বর্তমানে উদীয়মান প্রজন্মকে উৎসাহ যোগায়, উৎফুল্ল ও সাহসী করে তুলে। গৌরবময় ইতিহাস থেকে প্রেরণা নিয়ে শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) খাগড়াছড়ি সদর স্বনির্ভর এলাকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ২০তম কাউন্সিলে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
“দাসত্বের শৃঙ্খল ভাঙ্গতে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে যুক্ত হোন, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন, ভূমি বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই শ্লোগানে সকাল ১০টায় পাহাড়ি ছাত্র পরিষদের দলীয় সঙ্গীত “পাহাড়ি ছাত্র ছাত্রী দল” গানটি পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয় এবং শহীদদের শ্রদ্ধা ও সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
![]() |
ছবি : পিসিপির ২০তম খাগড়াছড়ি জেলা কাউন্সিলে মঞ্চে অতিথিবৃন্দ |
পাহাড়িদের ভূমি
বেদখলের ঘটনা
প্রতিনিয়ত বেড়েই
চলেছে উল্লেখ
করে অংগ্য
মারমা বলেন,
পাহাড়িদের হারানো
ভূমি আজ
পর্যন্ত কেউ
ফেরত পায়নি।
বর্তমানেও রাঙামাটি,
খাগড়াছড়ি, বান্দরবান
জেলায় নানাভাবে
ভূমি বেদখলের
ঘটনা সংঘটিত
হচ্ছে।
নীতি চাকমা বলেন, পাহাড়ে আগের তুলনায় ধর্ষণের অনেক ঘটনা বেড়ে গেছে। শুধু ধর্ষণ নয়, পাহাড়ে প্রতিনিয়ত খুন, গুম, অপহরণের মতো ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু সরকার এসব ঘটনা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না এবং বিচার ও দোষীদের শাস্তির আওতায় আনছে না।
পাহাড়ে ছাত্র সমাজকে বিভক্ত করে রাখা হয়েছে মন্তব্য করে নরেশ ত্রিপুরা বলেন, শাসকগোষ্ঠী সংগঠিত ছাত্র সমাজকে ভয় পায়। ফলে নিপীড়ন নির্যাতন চালিয়ে ছাত্র সমাজের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। ১৯৮৯ সালে ২০ মে পাহাড়ি ছাত্র পরিষদ গঠিত হওয়ার পরবর্তীতে ১৯৯৭ সালে এসে শাসকগোষ্ঠি ছাত্র সমাজকে বিভক্ত করতে পাহাড়ি ছাত্র পরিষদের নামে আরো সংগঠন খুলে বসে। আজকে তারাই ছাত্রদের সংগঠিত হতে বাধা সৃষ্টি করছে। অধিকার আদায়ের লড়াই সংগ্রাম যাতে জোরদার হতে না পারে সেজন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, পাহড়ি ছাত্র পরিষদের গঠনের পর থেকে তার অগ্রযাত্রাকে ভেস্তে দিতে শুরু থেকে এদেশের শাসকগোষ্ঠী নানাভাবে বাধাগ্রস্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে পিসিপি তার কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে রেখে আজ পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছে।
তিনি, শাসকগোষ্ঠির দাসত্বের শৃঙ্খল ভাঙ্গতে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন, ভূমি বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জনান।
শান্ত চাকমা, পার্বত্য চট্টগ্রামের দমন পীড়নের বিরুদ্ধে পাহাড়ি ছাত্র পরিষদ সর্বদা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করে আসছে। পাহাড়ি ছাত্র পরিষদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আমাদেরকে ধরে রাখতে হবে।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মিঠুন চাকমা'কে সভাপতি, তৃষ্ণাঙ্কর চাকমাকে সাধারণ সম্পাদক ও প্রাঞ্জল চাকমাকে সাংগঠনিক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
![]() |
ছবি : পিসিপির নবগঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করছেন |
শুভেচ্ছা মিছিল ও রিংরং ম্রোকে আটকের প্রতিবাদ:
মিছিলটি খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে শুরু হয়ে নারাঙহিয়া, উপজেলা পরিষদ কার্যালয় হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক তৃষ্ণাকর চাকমা।
![]() |
ছবি : শুভেচ্ছা মিছিল ও রিংরং ম্রোকে আটকের প্রতিবাদে নবগঠিত কমিটির উদ্যোগে মিছিল। |
তিনি অবিলম্বে রিংরং ম্রোকে নিঃশর্ত মুক্তি, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।