রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
রাঙামাটির লংগদুতে সেটলার বাঙালি কর্তৃক দয়াল চন্দ্র চাকমার নামে রেকর্কিয় জমি বেদখলের প্রতিবাদে এবং উক্ত জমি বেদখলমুক্ত করার দাবিতে লংগদু ভূমি রক্ষা কমিটির ডাকে আজ রবিবার (১০ ডিসেম্বর ২০২৩) দিনব্যাপী লংগদু উপজেলায় অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
গত
৭ ডিসেম্বর ২০২৩ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ভূমি রক্ষা কমিটি এই অবরোধ
কর্মসূচি ঘোষণা দেয়।
অবরোধের
কারণে উপজেলার নৌপথগুলোতে নৌযান চলাচল বন্ধ ছিল।
লংগদু
ভূমি রক্ষা কমিটির সম্পাদক বুদ্ধ কুমার চাকমা
অবরোধ কর্মসূচি সফল করায় লঞ্চ ও বোট মালিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি
এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা আমাদের জায়গা-জমি কোনভাবেই বেদখল
হতে দিতে পারি না। আমাদেরকে জীবন বাজি রেখে হলেও নিজেদের জায়গা-জমি রক্ষা করতে
হবে।
তিনি
অবিলম্বে দয়াল চন্দ্র চাকমার রেকর্ডিয় জমি বেদখলকারী সেটলার মো. কালামকে আইনের
আওতায় এনে জমিটি বেদখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য,
গত ৫ ডিসেম্বর ২০২৩ মো. কালাম নামে এক সেটলার দলবল নিয়ে আদালতের আদেশ অমান্য করে
দয়াল চন্দ্র চাকমার নামে রেকর্ডিয় জমি দখল নিয়ে সেখানে একটি খুপড়ি ঘর নির্মাণ করে।
প্রেস বিজ্ঞপ্তি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।