চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩১ মে ২০২৪
পাহাড়ি নারী বিদেশে পাচার রোধে এবং পাচারকারী
চক্রদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্টগ্রাম শহরস্থ পাহাড়িরা।
শুক্রবার (৩১ মে ২০২৪) সকাল ১০:৩০ টায়
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামে বসবাসরত সচেতন জুম্ম সমাজের ব্যানারে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অরুণ জয় চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব
করেন কিকো দেওয়ান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের
অধ্যাপক ড.জিনবোধি মহাথের, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের চট্টগ্রাম নগর সভাপতি পিংকি
চাকমা, ত্রিপুরা শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক উপামোহন ত্রিপুরা, বিশ্বমৈত্রী বৌদ্ধ
বিহারের সাধারণ সম্পাদক সুশোভন চাকমা, পাহাড়তলী স্বধর্ম রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক
উজ্জলময় চাকমা প্রমুখ।
ড.জিনবোধি মহাথের বলেন, পাহাড়ে অর্থনৈতিক
দারিদ্র্যতা এবং শিক্ষার অভাবের সুযোগে পাহাড়ি সহজ সরল নারীদের চীনে পাচার করা হচ্ছে।
এই পাচার রোধে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের আমরা হস্তক্ষেপ কামনা করছি। শহরাঞ্চলে
ইপিজেডগুলোতে পাহাড়ি নারীরা শ্রমিক হিসেবে কাজ করছে। তাঁদের শ্রমে কারখানার মালিকরা
লাভবান হচ্ছে। বিভিন্ন অনৈতিক প্রলোভন ও বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাঁদের বিদেশে
পাচার করা হচ্ছে।
সভাপতি কিকো দেওয়ান বলেন, এই পর্যন্ত ৫০০'শ
অধিক জুম্ম নারীদের চীনসহ বিভিন্ন দেশে পাচারের তথ্য আমাদের কাছে রয়েছে। অল্প বয়সী
পাহাড়ি নারীদের চাকুরি ও পড়াশোনার প্রলোভন দেখিয়ে প্রথমে ঢাকা নিয়ে আসা হয়। তারপর পাচারচক্র
বিদেশে যাওয়ার সুযোগ ও অনৈতিক প্রলোভন দেখিয়ে বিয়ের নাটক মঞ্চস্থ করে। তাঁরপর পাসপোর্ট-ভিসা
প্রক্রিয়া শেষ করে বাইরে পাচার করা হয় এবং সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার
ও পণ্য হিসেবে বিক্রি করে দেয়া হয়। এ অবস্থায় বাঁচার তাগিদে দেশে ফেরত আসতে চাইলে তাঁদের
কাগজপত্র জব্দ, নির্যাতন এবং মারধর করা হয়।
তিনি এই পাচারচক্রের মূল হোতাদের সাথে
পাহড়িদের মধ্যে সাধনা ত্রিপুরা, জোতিকা চাকমা, ইলা চাকমা, সজীব চাকমা, কলি চাকমা ও
তন্তি চাকমাসহ অনেকে জড়িত রয়েছেন বলে উল্লেখ করেন এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা
লুকিয়ে রয়েছেন বলে জানান।
তিনি নারী পাচার বন্ধ এবং পাচারচক্রদের
গ্রেফতার ও শাস্তি প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।