""

পানছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক ইউপিডিএফ নেতা-কর্মীদের স্বজনদের অপহরণ, উচ্ছেদ হুমকির প্রতিবাদে বিক্ষোভ


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ নেতা-কর্মীদের স্বজনদের অপহরণ ও উচ্ছেদ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫০ বেলা ২টার সময় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর যৌথ উদ্যোগে পানছড়ি উপজেলার মনিপুর এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।

সমাবেশের আগে মনিপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বড়কলক এলাকা ঘুরে আবারও মুনিপুর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সাধারণ সম্পাদক পীংকু চাকমা ও পিসিপি’র পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা।

বক্তারা বলেন, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল (২ এপ্রিল) দুধুকছড়া এলাকার বাসিন্দা ও ইউপিডিএফ সদস্য জুনান চাকমার পিতা লক্ষী চাকমাকে এবং আজ (৩ এপ্রিল) ধুধুকছড়া বাজার থেকে হারুবিল গ্রামের বাসিন্দা ও ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাতি নূতন কুমার চাকমার ছোট ভাই উত্তম কুমার চাকমাকে অপহরণ করেছে। আমরা এ অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।   

তারা আরো বলেন, জেএসএস সন্তু গ্রুপের খুন, গুম, অপহরণের নোংরা রাজনীতির করণে পার্বত্য চট্টগ্রামে আজ এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের অপরাজনীতির কারণে মানুষ সুখে-শান্তিতে থাকতে পারছে না, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। অতীতের মতো বর্তমানেও তারা সাধারণ মানুষকে অপহরণ, খুন, হুমকি-ধমকি দিয়ে দমিয়ে রাখতে চাচ্ছে। পানছড়িতে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।

তারা সন্তু গ্রুপের অপহরণ, খুন, হুমকি-ধমকির বিরুদ্ধে এলাকার জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।    

বক্তারা অবিলম্বে অপহৃতদের মুক্তি দেয়ার জন্য সন্তু গ্রুপের প্রতি আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment