""

সাজেকে সেনাবাহিনী কর্তৃক মালামালবাহী ও যাত্রীবাহী গাড়ী আটকে রাখার অভিযোগ


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাঙামাটির সাজেকে বাঘাইহাট জোনের ৬নং চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক নিত্যপ্রয়োজনীয় মালামালবাহী গাড়িসহ যাত্রীবাহী গাড়ি আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আজ বুধবার (৩০ এপ্রিল ২০২৫ সাজেকের উজোবাজারে সাপ্তাহিক হাটবার। কিন্তু সকাল ৬টা থেকে বাঘাইহাট জোনের ৬নং চেকপোস্টে সেনারা খাগড়াছড়ি-দীঘিনালা থেকে উজোবাজারে যাওয়া মালামাল বহনকারী গাড়ি আটকে রাখে। এছাড়া তারা সাজেক-দীঘিনালা সড়কে যাত্রীবাহী গাড়িও অবরুদ্ধ করে রাখে।

এ হয়রানিমূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন বাঘাইহাট জোন কমাণ্ডার লে. কর্নেল মাসুদ রানা ও জোনের গোয়েন্দা সংস্থার মাহবুব্ ও মো. শরীফ।

অন্যদিকে, বঙ্গলতুলি সেনা ক্যাম্পে মেজর মো. মাসুদ-এর নেতৃত্বে মারিশ্যা-বঙ্গলতলি বাজার থেকে উজোবাজারে যাওয়া ব্যবসায়ীদের মালামালও আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।



এর আগে গতকাল সন্ধ্যার সময় দীঘিনালা থেকে মাজলং বউ নিয়ে যাওয়া তিনটি পিক-আপও সেনারা আটকে দেয়। বরের পক্ষ লোকজন অনুনয়-বিনয় করেও গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়নি। ফলে কোন উপায় না পেয়ে ৬নং চেকপোস্ট হতে তাদেরকে হেঁটে যেতে হয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, গত সোমবার থেকে বাঘাইহাট জোনের সেনারা উজোবাজার ও মাজলং বাজারে মালামাল পরিবহনের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানা গেছে। কিছুদিন আগে সাজেকের আরেকটি বাজার ‘উদয়পুর বাজার’ হতে জেএসএস সন্তু গ্রুপের লোকজন কর্তৃক মাজলং ও উজোবাজার (বাঘাইহাট) এলাকার দোকান ব্যবসায়ীদের উচ্ছেদ ও সেখানে যাওয়া নিষেধাজ্ঞা দিলে উজোবাজার-মাজলং বাজারের ব্যবসায়ীরাও সেখানে মালামাল সরবরাহ বন্ধ করে দেয়। এর জের ধরে সন্তু গ্রুপের যোগসাজশে সেনাবাহিনী উজোবাজার ও মাজলং বাজারে মালামাল পরিবহনে প্রতিবন্ধকতা সষ্টি করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







Post a Comment