ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ জুন ২০২৫
আজ রবিবার (১৫ জুন ২০২৫) গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দীলিপ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাইদুল হক নিশান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে চার সংগঠনের কর্মসূচিতে সমর্থন প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, গত ১২ জুন কাউখালীতে সেনা-গোয়েন্দা সংস্থার মদদে সেটলার সন্ত্রাসী কর্তৃক অলিউর সান, মারজিয়া প্রভা, নূজিয়া হাসিন রাশার ওপর হামলা হয়েছিল। হামলার শিকার হওয়া ভুক্তভোগীরা হামলাকারীদের নাম, পরিচয় সনাক্ত করতে পেরেছেন। তারা ঘটনার বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছেন। কিন্তু দুই দিন পরও হামলাকারী ছাত্রদলের কাউখালী ডিগ্রী কলেজ শাখার সভাপতি মো. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাইম হোসেন হিমেলসহ ৩ জনকে এখনো গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
নেতৃবৃন্দ আরো বলেন, কাউখালীতে হামলার ঘটনা এবং হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে নীরব ভূমিকা পালন প্রমাণ করে যে, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী সেখানকার সেটলার বাঙালিদের পক্ষলম্বন করছে। বাঙালি জাতীয়তাবাদের জিগির তুলে তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীদের পাহাড়িদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে স্বার্থ হাসিল করছে।
নেতৃবৃন্দ, অবিলম্বে হামলার সাথে জড়িত ইমরান হোসেন, মো. নাইম হোসেন হিমেল সহ ৩ জনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।