""

লংগদুতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক জেএসএস নেতাকে অপহরণের অভিযোগ

লংগদু (রাঙামাটি), সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ মে ২০২২


রাঙামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়ন ইউনিয়েনের চিবেরেগা গ্রাম থেকে সেনা মদদপুষ্ট মুখোশ ও সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-এর এক নেতাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মে ২০২২) রাতে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা যায়।

অপহৃত জেএসএস নেতার নাম বিনয় প্রসাদ চাকমা (৫৫), পিতা-মৃত বীর কুমার চাকমা, গ্রাম-চিবেরেগা, ৭নং ওয়ার্ড, বগাচতর ইউনিয়ন। তিনি জেএসএস’এর লংগদু থানা শাখার ভূমি ও আইন বিষয়ক সম্পাদক এবং এলাকার একজন কার্বারি (গ্রাম প্রধান)।

জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে সংস্কারপন্থী ও মুখোশদের ৮ জনের একটি সশস্ত্র দল চারটি মোটর সাইকেলযোগে বগাচতর ইউনিয়নের চিবেরেগা গ্রামে গিয়ে বিনয় প্রসাদ চাকমার বাড়িতে হানা দেয়। তার বাড়িতে ঐ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ কয়েকজন অতিথিও উপস্থিত ছিলেন। এসব অতিথি ও বাড়ির অন্যান্য লোকদের সামনে থেকেই সন্ত্রাসীরা বিনয় প্রসাদ চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

 

তাকে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ অন্যান্য অতিথিদের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রও ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

 

অপহরণের পর তার ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে আর বিস্তারিত জানা যায়নি।

---

 





0/Post a Comment/Comments