পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৮ মে ২০২২
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। এ উপলক্ষে গত ১৯ মে ২০২২ পানছড়ি বিজিবি জোনে সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন (ইসিবি)-এর চট্টগ্রাম ডিভিশনের সিও লে. কর্ণেল রিয়াজত-এর উপস্থিতিতে এক মিটিঙ করা হয়। উক্ত মিটিঙে পানছড়ির নতুন শনখোলা পাড়া থেকে সড়কটি নির্মাণের পরিকল্পনার কথা ও শনখোলা পাড়ায় একটি বেস ক্যাম্প স্থাপনের কথা জানানো হয়। উক্ত সড়কটি পানছড়ি থেকে দক্ষিণে মাটিরাঙ্গার তানাক্কা পাড়া ও উত্তর দিকে দীঘিনালা-সাজেকে সংযোগ স্থাপন করা হবে বলে জানা যায়।
এদিকে সীমান্ত সড়ক নির্মাণের নামে পাহাড়িদের ভূমি বেদখল ও শনখোলা পাড়ায় ক্যাম্প স্থাপনের আপত্তি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, সীমান্ত সড়ক নির্মাণ ও শনখোলা পাড়ায় যেখানে বেস ক্যাম্প স্থাপনের কথা বলা হচ্ছে সেখানে পাহাড়িদের ঘরবাড়িসহ ব্যাপক বাগান-বাগিচা ও ফসলের ক্ষতি হবে।
তাই আজ শনিবার (২৮ মে ২০২২) প্রতিবাদী যুব সমাজ’র উদ্যোগে সীমান্ত সড়ক
নির্মাণ ও শনখোলা পাড়ায় ক্যাম্প স্থাপন বন্ধের দাবি জানিয়ে পানছড়ির ৫টি ইউনয়ন ও মাটিরাঙ্গার
তাইন্দং, তবলছড়ি এলাকায় একযোগে বিভিন্ন দাবি সম্বলিত হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।
এসব পোস্টারে “রাস্তা নির্মাণের নামে ভূমি বেদখল বন্ধ কর; রাস্তা নির্মাণের নামে সেটলার পুনর্বাসন বন্ধ কর; শনখোলা পাড়ায় সেনা ক্যাম্প চাই না; সেনা ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধ কর; জুম্মদের প্রথাগত আইনের স্বীকৃতি দাও; জুম্ম জাতীয় অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র রুখো; জুম্মদের ঘেরাও করে মারার সীমান্ত সড়ক চাই না; রামগড়-পানছড়ি-দীঘিনালা সীমান্ত সড়ক হলো জুম্মদের গলার ফাঁস” ইত্যাদি শ্লোগান রয়েছে।
পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের কুড়াদিয়াছড়া, কিলোমিটার, নালকাবা, ব্রীকফিল্ড, শান্তিপুর ও লতিবান; লোগাং ও চেংঙ্গী ইউনিয়নের বরকলক, মনিপুর, আমতলী, বাবুড়োপাড়া, হাতিমারা, করল্যাছড়ি, দুধুকছড়া; ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা, জিরানি হলা, পাইয়ুং পাড়া; ৩নং পানছড়ি সদর ইউনিয়নের নাপিতা পাড়া, অক্ষয় পাড়া, তালতলা, বড়কোণা এলাকায় মাটিরাঙ্গার তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের লাইফু পাড়া, হেডম্যান পাড়া, বগাপাড়া ও সর্বেশ্বর পাড়া এলাকায় পোষ্টারিং করা হয়েছে বলে জানা গেছে।
---