""

কল্পনা চাকমা অপহরণ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভুল ও মিথ্যা তথ্য

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী (হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক) কল্পনা চাকমা অপহরণ ঘটনা নিয়ে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।

তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ব্যানার নিউজ নামের একটি নিউজ পোর্টালে র‌্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা, বাংলাদেশে গুমসহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে এক সাক্ষাতকারে “জাতিসংঘের পক্ষ থেকে নিখোঁজ ৮০ ব্যক্তির যে তালিকা দেয়া হয়েছে তাতে ১৯৯৪ সালে নিখোঁজ পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমারও নাম রয়েছে জানিয়ে বলেন, “বিএনপি’র সময় থেকে সে নিখোঁজ। সেটা আমাদের কাছে চাওয়া হচ্ছে তথ্য, তিনি কোথায় আছেন?” (নিউজের লিঙ্ক: https://www.benarnews.org/bengali/news/bd-shahriar-alam-06072022190554.html)।

কিন্তু কল্পনা চাকমা অপহরণ ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাত ১:৩০-২:০০টার সময় (আন্তর্জাতিক সময় অনুযায়ী ১২ জুন), ১৯৯৪ সালে নয়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর তকালীন কজইছড়ি ক্যাম্প কমাণ্ডার লে. ফেরদৌস ও তার সহযোগীরা কল্পনাকে অপহরণ করেছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

কল্পনা চাকমা। ফাইল ছবি

আর ‘বিএনপি’র সময় থেকে সে (কল্পনা চাকমা) নিখোঁজ’ বলে তিনি যে কথাটি বলেছেন তাও পুরোপুরি মিথ্যা। কারণ কল্পনা চাকমা যে সময় অপহরণের শিকার হন সে সময় দেশে বিএনপি ক্ষমতায় ছিল না। তখন দেশের ক্ষমতায় ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আর এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ৭ম জাতীয় নির্বাচনের মাত্র ৭ ঘন্টা আগে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল। এই নির্বাচনেই আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল।

সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে কল্পনা চাকমা অপহরণ ঘটনাটির সঠিক তারিখ ও সময়টা তিনি জানবেন না তা কখনো হতে পারে না। তিনি ইচ্ছাকৃতভাবে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে সরকারের দায় এড়াতে এই ভুল ও মিথ্যা তথ্য দিয়ে দায়িত্বজ্ঞানহীতার পরিচয় দিয়েছেন। অতীতেও এমন মিথ্যাচার করে কল্পনা চাকমার অপহরণ ঘটনাটি ধামাচাপা দেয়ার নানা চেষ্টা করা হয়েছিল।

সরকারের উচিত মিথ্যাচার ও অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে দায় না এড়িয়ে কল্পনা চাকমা অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌসসহ তার সহযোগীদের যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় এর দায় থেকে সরকার কোনভাবেই মুক্ত হতে পারবে না।

এদিকে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীতি শোভা চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় কল্পনা চাকমা অপহরণ নিয়ে তথ্যের বিকৃতি ঘটিয়ে বিভ্রান্তি না ছড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন।

---





0/Post a Comment/Comments