মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্যকে অপহরণের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার ৩নং বড়নাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়পাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের শিকার ইউপিডিএফ সদস্যের নাম অনুপম চাকমা (৪০) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টার সময় ইউপিডিএফ সদস্য অনুপম চাকমা
বড়পাড়া গ্রামের শরৎ জ্যোতি ত্রিপুরার দোকানে বসে ছিলেন। এ
সময় হঠাৎ করে তবলছড়ির দিক থেকে ৫-৭ জন সশস্ত্র মুখোশ সন্ত্রাসী এসে দোকান ঘেরাও
করে অনুপম চাকমাকে ধরে প্রথমে মারধর করে। পরে তাকে অস্ত্রের মুখে গাড়িতে তুলে তবলছড়ি
বাজারের দিকে নিয়ে যায়।
রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোথায় নিয়ে গেছে তা জানা যায়নি।