রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
লংগদুর হাড়িকাবায় সেটলার মো. কামাল (কালাম) কর্তৃক মৃত দয়ালচন্দ্র চাকমার রেকর্ডীয় ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ সমাবেশে করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙামাটি জেলা শাখা।
আজ রবিবার (১০ ডিসেম্বর ২০২৩) বেলা ২টার সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে
হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা সভাপতিত্বে ও পিসিপি'র রাঙামাটি জেলা
শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা,
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমা প্রমুখ।
সমাবেশে ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা বলেন, লংগদুর হাড়িকাবায় সেটলার কালাম
দয়াল চন্দ্র চাকমার নামে রেকর্ডিয় ভূমিতে ঘর নির্মাণ করলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন
পদক্ষেপ নিচ্ছে না। উপরন্তু জমির ওয়ারিশগণকে হয়রানি করতে নানা চক্রান্ত চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, আজ পাহাড়িদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই ভূমি বেদখলের
বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে ভূমি বেদখল হবে সেখানে লড়াই-সংগ্রাম
চালিয়ে যেতে হবে। তিনি অবিলম্বে ভূমি বেদখলকারী সেটলার মো. কালামকে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যুবনেতা ধর্মচিং চাকমা বলেন, এক সময় পাহাড়িরা নিজ ভূমিতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করতে পারতেন। কিন্তু রাষ্ট্রীয় মদদে সমতল থেকে বাঙালি সেটলারদের পার্বত্য চট্টগ্রামে নিয়ে আসার পর থেকে থেকে শুরু হয় অরাজকতা। ভূমি বেদখল, ধর্ষণ, গণহত্যা চালিয়ে পাহাড়িদের জনজীবন বিপন্ন করা হয়েছে। তিনি বলেন, শুধু হাড়িকাবানয় নয়, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ভূমি বেদখল করা হচ্ছে। এই ভূমি বেদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আলুটিলা, সাজেক, দীঘিনালাসহ বিভিন্ন এলাকায় ইউপিডিএফের নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের কারণে ভূমি বেদখলের নীলনক্সা ভেস্তে গেছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে ভূমি বেদখলের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার আহ্বান জানান তিনি।
সভাপতি বক্তব্যে রিমি চাকমা বলেন, লংগদু হাড়িকাবায় ভূমি বেদখল বিছিন্ন
কোন ঘটনা নয়, এটি পাহাড়ে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। মহালছড়িতে প্রতিনিয়ত ভূমি
বেদখলের চেষ্টা, লামায় ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি বেদখলের চেষ্টা অব্যাহত রয়েছে।
শুধু ভূমি বেদখল নয়, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। এসব অন্যায়-অবিচারের
বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করাসহ পাহাড়িদের প্রথাগত ভূমি
অধিকারের স্বীকৃতি এবং সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের
দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।