এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা। সংগৃহিত ছবি |
ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি
ভবন ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি উগ্রসাম্প্রদায়িক সংগঠন কর্তৃক হামলার ঘটনা
ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি
বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তারা হলেন-
ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র
(২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও ডিবিসি'র সাংবাদিক
জুয়েল মার্ক (৩৫)।
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা। সংগৃহিত ছবি |
জানা গেছে, ‘এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের
প্রচ্ছদ থেকে ‘আদিবাস’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে’ এনসিটিবি ভবন ঘেরাও
কর্মসূচিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে সমাবেশে শেষে “সংক্ষুব্ধ
আদিবাসী ছাত্র জনতা” ব্যানারে মিছিল নিয়ে এনসিটিবি ভবনের অভিমুখে রওনা দেয়। মিছিলটি
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর পৌনে ১২টার দিকে এনসিটিবি ভবনের সামনে পৌঁছে। কিন্তু
সকাল থেকে সেখানে তথাকথিত ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি উগ্রসাম্প্রদায়িক সংগঠনের
লোকজনও ‘এনসিটিবি ভবন ঘেরাও’ এর নামে ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিতে জাতীয় পতাকা বেঁধে
অবস্থান করছিল।
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা। সংগৃহিত ছবি |
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ মিছিলটি এনসিটিবি ভবনের পৌঁছার পর উত্তেজনাকর
পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ দু’পক্ষের লোকজনকে দুপাশে সরিয়ে মাঝখানে অবস্থান
নেয়। উভয়ের মধ্যে ‘আদিবাসী’ নিয়ে পক্ষে-বিপক্ষে শ্লোগান চলে। এমতাবস্থায় এক পর্যায়ে
পুলিশের বাধা ভেঙে স্টুডেন্টস ফর সভারেন্টি’র উগ্র সাম্প্রদায়িক লোকজন লাঠিসোটা নিয়ে
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের
কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়।
হামলায় অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রূপাইয়া
স্রেষ্টা তনচঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বলে
জানা গেছে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি
ছাত্র পরিষদ এ হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে
হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।